Skip to content

খড়্গপুর গীতাঞ্জলি অডিটোরিয়ামে তিন দিনব্যাপী ২৪ তম জাতীয় ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপের বর্ণাঢ্য উদ্বোধন!

1 min read

নিজস্ব সংবাদাতা :  আপনি কারাতে শিখছেন, ভারতের একটি প্রাচীন খেলা এবং যুদ্ধের দক্ষতার শিল্পও আত্মস্থ করছেন। এটি শুধুমাত্র একটি খেলা নয় বরং আপনাকে জীবনে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার একটি মাধ্যম। কারাতে বা মার্শাল আর্ট শেখার সময় আমরা শৃঙ্খলাও শিখি। যে শৃঙ্খলা মেনে চলে সে কখনই তার লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারে না। যে তার লক্ষ্য নির্ধারণ করেছে, তার জয়ও নিশ্চিত। ২৬ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় রেলওয়ে শহরের অন্তর্গত গিরি ময়দানে অবস্থিত গীতাঞ্জলি অডিটোরিয়ামে খড়্গপুর ইয়ুথ কারাতে একাডেমির উদ্যোগে আয়োজিত ২৪তম জাতীয় উন্মুক্ত কারাতে চ্যাম্পিয়নশিপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাক্তন আইপিএস আনন্দ মিশ্র উপরোক্ত মতামত ব্যক্ত করেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন গিরীশ পেরুমহাত্বা , অভিষেক কুমার যাদব, আনন্দ গোস্বামী, দীপক কুমার দাসগুপ্ত প্রমুখ। আইপিএস আনন্দ মিশ্র বলেন শৃঙ্খলা ও কারাতে সম্পর্কিত তার জীবনের অভিজ্ঞতাও উপস্থিত অংশগ্রহণকারীদের সাথে শেয়ার করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান অভিষেক যাদব বলেন, খেলাধুলা আমাদের জীবনে ভারসাম্য বজায় রাখতে শেখায়। বর্তমান যুগে শিশু ও যুবকদের মধ্যে ধৈর্য ও শৃঙ্খলার অভাব বাড়ছে। খেলাধুলায় জয়-পরাজয় আমাদের জীবনে এগিয়ে যাওয়ার বার্তা দেয়। ইন্টারনেটের ক্রমবর্ধমান যুগে, আমাদের খেলাধুলায় ফিরতে হবে। সংগঠনের সেক্রেটারি আনন্দ গোস্বামী জানান, তিনদিনের এই প্রতিযোগিতায় সাতটি রাজ্যের দল অংশ নিচ্ছে। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বকারী জুরি সদস্যরা অংশগ্রহণকারীদের শিল্পের মূল্যায়ন করবেন। শনিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।

Latest