Skip to content

খড়গপুর শহরের গ্রীন অ্যাকাডেমি ক্লাবের উদ্যোগে মেগা ক্রিকেট টুর্নামেন্ট!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : রাজ্য জুড়ে এখন গরমের মরশুম। স্বভাবতই ক্রিকেট খেলায় মেতে থাকে বাঙালি। ৩০শে মার্চ রবিবার খড়গপুর শহরের গ্রীন অ্যাকাডেমি ক্লাবের উদ্যোগে খড়গপুর বি এন আর গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। খড়গপুর মেগা ক্রিকেট টুর্নামেন্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিংলা বিধায়ক অজিত মাইতি,খড়গপুর মহকুমা শাসক যোগেশ পাটিল অশোক রাও,পৌরসভার চেয়ারপারসন শ্রীমতি কল্যাণী ঘোষ, গ্রীন একাডেমি ক্লাবের সভাপতি ও প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার,জহর পাল,সন্দীপ সিংহ, অসিত পাল, দীপক কুমার দাশগুপ্ত সহ একাধিক ওয়ার্ডে কাউন্সিলর ও বিশিষ্ট বিশিষ্টজনেরা । ভিড় করেন হাজার হাজার দর্শক। গ্রীন একাডেমি ক্লাবের সভাপতি প্রদীপ সরকার বলেন এটা একটি খড়গপুর শহরে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ও বর্তমান প্রজন্মকে খেলার মাঠমুখী করার উদ্দেশ্যে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা।

Latest