Skip to content

খড়গপুরে ঈদ মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত হলো বিশ্ব নবী দিবস!

1 min read

অরিন্দম চক্রবর্তী :  ইদ-ই-মিলাদ মুসলমানদের জন্য একটি মূল্যবান উৎসব, যারা নবী মুহাম্মদের জন্মদিন উদযাপন করে। এটি মুহাম্মদের জন্মদিন , নবী দিবস বা মওলিদ নামেও পরিচিত।ইসলাম ধর্মের শ্রেষ্ঠ মহা নবী হজরত মুহাম্মদ (সা:)এর ১৫০০তম জন্ম দিবস, যাকে ঈদ মিলাদুন্নবী হিসেবে প্রতিবছরের ন্যায় এ বছরও খড়গপুর শহর জুড়ে সম্প্রীতির বার্তা দিয়ে সমস্ত ক্লাব সংগঠনের মত পুরানো রেলের বুকিং কাউন্টারের পাশে টোটো চালক সংগঠনের পক্ষ হতে মিষ্টি বিতরণ করা হয়।। সংগঠনের সভাপতি মহ: মানোয়ার ও সম্পাদক শেখ ইয়াসিন বলেন-এই শুভ দিনে যাতে সম্প্রীতি ,ঐক্য ,প্রেম অটুট থাকে এবং জাতি ধর্মনির্বিশেষে আমরা সবাই মিলে একসাথে থাকি, তার জন্যই এই প্রচেষ্টা। সভায় উপস্থিত ছিলেন মেহবুব আলী খান, বিলকিস খানম, শেখ আক্তার সহ সমস্ত সদস্যবৃন্দ।

Latest