খড়্গপুর অরিন্দম চক্রবর্তী : মেদিনীপুর জেলা স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি খড়গপুর ইউনিট পরিচালিত ৩২ তম খড়্গপুর আমন্ত্রণে ফুটবল লিগ কাম নকআউট এর এ ডিভিশন এবং সুপার ডিভিশন ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো খড়্গপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নিমপুরার প্রান্তিক মাঠে। ১লা মার্চ শনিবার এ ডিভিশনে যে দুটি দল অংশগ্রহণ করে তারা হলেন খড়্গপুর সেরসা কোচিং সেন্টার বনাম মানিক পাড়ার জয় মা গুপ্ত মনি ক্লাব। ডিসেম্বর ২৪ তাং থেকে এ ডিভিশনের ১৬ টি দল এবং সুপার ডিভিশনের ছটি দল প্রতিযোগিতার সম্মুখীন হন ১৫ দিন ধরে ৪০টি খেলায়। এ ডিভিশনের ফাইনালে এদিন সেরসা ২-১ গোলে জয়লাভ করে। খেলার শেষে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান জয় মা গুপ্ত মনি ক্লাবের সুশান্ত মাহাতো এবং ম্যান অফ দা ফাইনাল হন সেরসা কোচিং সেন্টারের সূর্যনারায়ণ রাও। এদিন মাঠে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় দলের খেলোয়াড় অমিয় ভট্টাচার্য এবং রশমি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা। এদিনের খেলা পরিচালনা করেন অমিত মজুমদার। ২রা মার্চ ২০২৫ তাং সুপার ডিভিশনের ফাইনালে অংশগ্রহণ করে খড়্গপুর ডেভলপমেন্ট স্পোর্টিং ক্লাব বনাম নিমপুরা এফসি ক্লাব। ১-০ গোলে জয়ী হয় খড়গপুরের ডেভলপমেন্ট ক্লাব। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটবল প্রশিক্ষক নন্দদুলাল ভৌমিক, রাজ্য টেবিল টেনিস এর কোচ শ্রীপর্ণা নন্দ, ভিটারেন্স খেলোয়াড় রীনা বেরা, জেলা স্পোর্টস একাডেমীর সম্পাদক সঞ্জীব তোরই, খড়গপুর ইউনিটের সভাপতি অনিতবরণ মন্ডল, সাধারণ সম্পাদক অমল মজুমদার এবং নারায়ণ শর্মা। এ দিনের খেলাটি পরিচালনা করেন সুভাষ জানা। এই খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন ডেভলপমেন্ট স্পোর্টিং ক্লাবের মিন্টু মাহাতো, সর্বোচ্চ গোলদাতা হন ওই ক্লাবের সরোজ মাহাতো। খেলায় বিজয়ী দল পায় নগদ ১০ হাজার টাকা ও একটি ট্রফি এবং বিজিত দল পায় নগদ সাত হাজার টাকা ও একটি ট্রফি। সেমিফাইনালে দুটি দলকে আড়াই হাজার টাকা করে দেয়া হয়েছে বলে সংস্থা থেকে জানানো হয়েছে।

