Skip to content

খড়গপুর ২ নং ব্লকের পঞ্চায়েত প্রধানকে চুলের মুঠি ধরে জুতোপেটা এবং মুখে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ?

নিজস্ব সংবাদদাতা :১০ই অক্টোবর শুক্রবার তৃণমূল পরিচালিত খড়গপুর ২ নং ব্লকের চাঙ্গুয়াল পঞ্চায়েত অফিসের ভেতরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতা দে-র হাতে মারধর খেলেন তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান দীপালি সিংহ।

Latest

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর অর্জুনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির  কর্মসূচী!