অরিন্দম চক্রবর্তী: ২৫তম বর্ষে স্বাস্থ্য পরীক্ষা শিবির করল খড়গপুর প্রেসক্লাব। শুক্রবার ১৯শে ডিসেম্বর বিনামূল্যে হৃদ যন্ত্র, চোখ ,দাঁত ও সুগার প্রেসার পরীক্ষার ব্যবস্থা করল জনগণের জন্য। শিবিরে এদিন প্রায় শতাধিক মানুষ বিভিন্ন বিভাগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। সহযোগিতায় ছিলেন খড়গপুর প্রেসক্লাবের সম্পাদক সৈকত সাঁতরা , দ্বারকেশ পট্টনায়ক ও অন্যান্য ক্লাব সদস্যরা।

অতিথি হিসেবে এ দিন উপস্থিত ছিলেন খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যানী ঘোষ, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার, খড়্গপুর বইমেলা কমিটির সম্পাদক দেবাশীষ চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান জহরপাল, আই এন টি টি ইউ সি র শহর-সভাপতি আইয়ুব আলী, টাউন থানার আইসি পার্থসারথি পাল, প্রাক্তন যুব সভাপতি অসিত পাল, কাউন্সিলর পারমিতা ঘোষ সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রেসক্লাব প্রাঙ্গনে এদিন কলকাতার বিপি পোদ্দার হাসপাতালের চিকিৎসকরা এই পরীক্ষার শিবির পরিচালনা করেন।