Skip to content

রেশমী কারখানার দূষণে খড়গপুরবাসী নাজেহাল!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : কারখানার বিরুদ্ধে গ্ৰামের লড়াই এবার শহরে এসে পড়ল। রেশমী কারখানার দূষণের জেরে এমনিতেই নাজেহাল শহরবাসী। এবার খড়গপুর গ্ৰামীণের আদিবাসী মানুষজন রেশমীর বিরুদ্ধে তাদের ক্ষোভের কথা শোনাতে হাজির হলো খড়গপুরের প্রাণকেন্দ্র গোলবাজারে। খড়গপুর শহর গ্ৰামের মানুষ শিল্প দূষণ,অবৈধভাবে জমি দখল, রাস্তা দখলের বিরুদ্ধে সোচ্চার ছিল। দূষণ কমিটি, জন জাগরণ কমিটি গড়ে আন্দোলনতো চলছেই। এবার রেশমী গ্ৰুপের খড়গপুর গ্ৰামীণেস্থিত খাটরাঙায় ৬নং কারখানার বিরুদ্ধে আদিবাসী সহ সাধারণ মানুষের তৈরি খড়গপুর গ্ৰামীণ কৃষি ভূমি জীবিকা এবং পরিবেশ রক্ষা কমিটি বিভিন্ন দাবি নিয়ে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। আজ তাদের আন্দোলনের প্রতি সর্মথন আদায় করতে, আগামীদিনে আন্দোলন চালিয়ে যেতে খরচের জন্য খড়গপুর শহরের মানুষের কাছে আবেদন জানান। গোলবাজারে মধ্যে আদিবাসী পুরুষ মহিলা মিলে হাতে কৌটো নিয়ে দোকানদারদের থেকে সাহায্য চাই, তাদের সমস্যা শুনে চমকে ওঠে গোলবাজারে দোকানদারেরা। আন্দোলনকে চালিয়ে যেতে ১১হাজার টাকা সাহায্য করেন। গরীব খেটে খাওয়া নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায় খড়গপুর শিল্প দূষণ প্রতিরোধ কমিটি। কমিটির সম্পাদক অনিল দাস গোলবাজারের ব্যবসায়ীদের কাছে আবেদন করেন এই গরীব মানুষগুলোর পাশে যার যেরকম সার্মথ্য দাঁড়াতে, আজ দূষণের বিরুদ্ধে এই আদিবাসী, মুন্ডারাও সোচ্চার, আগামীদিনে দূষণের বিরুদ্ধে সবাইকে একসাথে লড়তে হবে। দূষণ কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Latest