Skip to content

খড়গপুরে সাত সকালে ট্রাকের ধাক্কায় স্কুটি চালকের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদন :  সাত সকালে পথ দুর্ঘটনাকে ঘিরে রণক্ষেত্র রেল শহর খড়গপুর ৷ খড়গপুরের ইন্দায় এলাকায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় বাইক আরোহীর ৷ তারপরই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা । মৃত যুবকের নাম গৌরব রায় (৩২)। বাড়ি খড়গপুর লোকাল থানার অন্তর্গত য-ফলা রোডের কাঁটাপুকুর গ্রামে। জখম হন গৌরবের বাবা গৌতম রায়। স্কুটি চেপে বাবাকে নিয়ে আসছিলেন গৌতমবাবু । পিছন থেকে ধাক্কা মারে ট্রাকটি। ট্রাকটি পিষে দেয় গৌরবকে । ছিটকে পড়েন গৌতমবাবু । তার মাথায় আঘাত লাগে। জখম গৌতমবাবুকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের জন্য উত্তেজিত এলাকাবাসী পথ অবরোধ করেন। বর্তমানে গৌরব রায় মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

Latest

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর অর্জুনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির  কর্মসূচী!