নিজস্ব প্রতিবেদন : সাত সকালে পথ দুর্ঘটনাকে ঘিরে রণক্ষেত্র রেল শহর খড়গপুর ৷ খড়গপুরের ইন্দায় এলাকায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় বাইক আরোহীর ৷ তারপরই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা । মৃত যুবকের নাম গৌরব রায় (৩২)। বাড়ি খড়গপুর লোকাল থানার অন্তর্গত য-ফলা রোডের কাঁটাপুকুর গ্রামে। জখম হন গৌরবের বাবা গৌতম রায়। স্কুটি চেপে বাবাকে নিয়ে আসছিলেন গৌতমবাবু । পিছন থেকে ধাক্কা মারে ট্রাকটি। ট্রাকটি পিষে দেয় গৌরবকে । ছিটকে পড়েন গৌতমবাবু । তার মাথায় আঘাত লাগে। জখম গৌতমবাবুকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের জন্য উত্তেজিত এলাকাবাসী পথ অবরোধ করেন। বর্তমানে গৌরব রায় মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন।