Skip to content

খড়গপুর-সারেঙ্গা রুটের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : খড়গপুর-সারেঙ্গা রুটের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে আতঙ্ক ছড়াল শালবনী থানার চিংড়িশোল এলাকায়। বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।স্থানীয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত গতিতে চলার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা খায় দুটি যানবাহন। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং একাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার কাজে হাত লাগান।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় প্রায়ই অতিরিক্ত গতিতে গাড়ি চলাচল করে, অথচ ট্রাফিক নিয়ন্ত্রণের কোনও স্থায়ী ব্যবস্থা নেই। ফলে দুর্ঘটনা ঘটছে প্রায়ই।তবে সৌভাগ্যের বিষয়, ভয়াবহ সংঘর্ষের পরও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন বাসযাত্রীরা। আহতদের খোঁজখবর নিতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছান বিধায়ক সুজয় হাজরা।

Latest