Skip to content

পুরাতন বসতি শোলাপুরী মাতা পূজা খড়্গপুর : কালাহান্ডির কাটাপ্পা হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু!

পশ্চিম মেদিনীপুর অমিতেশ কুমার ওঝা :  লোকসভা নির্বাচনের পরে,পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুর রেলওয়ে শহরে লোকেরা ব্যাপক উত্সাহের সাথে শোলাপুরী মাতার পূজার আয়োজন করছে। শুক্রবার নগরীর পুরাতন বসতিতে অবস্থিত শোলাপুরী মাতার মন্দিরে মাতা পৌঁছাবেন।তেলেগু সম্প্রদায়ের দ্বারা শোলাপুরী মা ঠাকুরানি পূজা নামে পরিচিত। এখানে না আসলে সত্যি যানতে পারতাম না যে দুর্গাপূজার মত এখানে শোলাপুরী মাতা পূজা হয়। এই বছর কমিটি ওডিশা থেকে কালাহান্ডির কাট্টাপ্পাকে ডেকেছিল লোকেদের আকৃষ্ট করতে কোরিওগ্রাফি প্রদর্শনের জন্য।শিশুদের পাশাপাশি সাধারণ মানুষের আকর্ষণের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। পূজা কমিটির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর লোকসভা নির্বাচনের কারণে পুজো পিছিয়েছে। মাতার আগমন হবে শুক্রবার এবং মাতার বিসর্জন হবে রবিবার। এটি অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গেও বেশ বিখ্যাত। মানুষ, বিশেষ করে যুবক ও শিশুরা তাকে এক ঝলক দেখার জন্য আগ্রহী।

Latest