নিজস্ব প্রতিবেদন: ১৯ মার্চ বুধবার খড়গপুরের স্কাউট জেলা সদর দপ্তরে এস.ই.আর.লি ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের দ্বিতীয় রাজ্য ক্যাম্পোরির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর রেলওয়ের ডিআরএম কে.আর. চৌধুরী, এসইআর সৌমিত্র মজুমদার, ড. অঞ্জনা মালহোত্রা প্রমুখ। শিবিরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সৌমিত্র মজুমদার, যাকে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানটি শুরু হয় পতাকা অভিবাদনের মাধ্যমে, এরপর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান আলোকসজ্জা এবং বেলুন উড়িয়ে। স্কাউটস অ্যান্ড গাইডস তাদের দক্ষতা, শৃঙ্খলা এবং প্রশিক্ষণ প্রদর্শনের জন্য একটি শারীরিক প্রদর্শনী এবং মহড়া পরিচালনা করেন। অনুষ্ঠানটি মধ্যাহ্নভোজের মাধ্যমে শেষ হয়, যা সকল অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে।

