পশ্চিম মেদিনীপুর অপূর্ব মজুমদার : আবৃত্তির আবর্তে স্বর-আবৃত্তি(খড়্গপুর) -এর দ্বাদশ বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সুভাষ পল্লী কালীমন্দির উপাসনা ভবনে।সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও নিয়ন্ত্রণে ছিলেন অধ্যক্ষা লীনা গোপ।সংস্থার শতাধিক ছাত্র ছাত্রী পরিবেশন করে সমবেত আবৃত্তি,কবিতার কোলাজ,মুুকাভিনয়,ও কবিতায় নাচ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান কল্যানী ঘোষ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডঃ তপন পাল, বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব পঙ্কজ চক্রবর্ত্তী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কেকা সিনহা ও বিশ্বজিৎ কর।অনুষ্ঠানের সমগ্র মঞ্চ জুড়ে ছোটদের সহজপাঠ যেমন ছিলো,তেমনি ছিলো ভবানীপ্রসাদ মজুমদারের কৈলাশে কেলেঙ্কারি,কবিতার ছন্দে ঘুড়ি ওড়াই আনন্দে,অর্ণব বেরা'র সংকলন ও বিন্যাসে অবিভক্ত মেদিনীপুরের শহীদ স্মরণে - ক্ষুদিরাম, বিশ্বজিত কর ও লীনা গোপের গ্রন্থনায় হারিয়ে যাওয়া খেলা,রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক নাটিকা রোগের চিকিৎসা,বিশ্বজিৎ কর রচিত সৌমিলি ঘোষের পরিবেশনা তিলোত্তমা কথা সকলের মনে দাগ কেটে যায়,একক আবৃত্তি পরিবেশন করেন অর্ণব চক্রবর্তী ও দিলীপ বসাক।আমন্ত্রিত আবৃত্তি শিল্পী শাশ্বতী গুহ ও স্বর্ণাভ রায় এর পরিবেশনা এদিন অনুষ্ঠানে অন্যমাত্রা যোগ করে।কার্যকরী সমিতির সদস্যাগন রেখা অধিকারী,অসীমা দাশগুপ্ত, শুভ্রা বিশ্বাস,কুহেলী অধিকারী,সর্বানী পাল সহ লীনা গোপ উপস্থিত সমস্ত শ্রোতাগনকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।