Skip to content

খড়গপুর সুনীল দত্ত মেমোরিয়াল আন্তঃস্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ৯ই জুন খড়গপুরে সুনীল দত্ত মেমোরিয়াল আন্তঃস্কুল টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের অধীনে টেকনোলজি স্টুডেন্টস জিমখানা ওয়ার্কিং প্রেসিডেন্ট অমিতেশ কুন্ডু,শ্যামল ঘোষ সেক্রেটারি , প্রখ্যাত আন্তর্জাতিক টেবিল টেনিস প্লেয়ার শ্রীপর্ণা নন্দা এবং প্রয়াত সুনীল দত্তের কন্যা অরিনা দত্ত । সমস্ত পদক, ট্রফি এবং স্মৃতিচিহ্ন স্পনসর করেন টেবিল টেনিস প্লেয়ার শ্রীপর্ণা নন্দা এবং প্রয়াত সুনীল দত্তের কন্যা অরিনা দত্ত। বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি ছিলেন পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. সৌম্য শঙ্কর সারঙ্গী ও শ্রী রঙ্গন মজুমদার ও শ্রী আশীষ চক্রবর্তী এবং দেবপ্রিয় বসু উত্তর ২৪ পরগনার জাতীয় কোচ। খড়গপুর সুনীল দত্ত মেমোরিয়াল সমস্ত অংশগ্রহণকারী স্কুল এবং সমর্থকদের তাদের মূল্যবান অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। টেবিল টেনিস খেলাধুলায় শ্রেষ্ঠত্বের সংস্কৃতির বিকাশ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। মোট অংশগ্রহণকারী ৫২ জন ছিল । টুর্নামেন্টের সেরা খেলোয়াড় খড়গপুর গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলের ছেলে সৌম্যভ অ্যাশ আর মেয়েদের মধ্যে বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালোকা বিদ্যালয় থেকে সৃজিত সান্ত্রা। মোট ১১টি স্কুল অংশগ্রহণকরে।

Latest