Skip to content

খড়্গপুর টাউন তৃণমূল কোর কমিটির বিজয়া সম্মেলন!

অরিন্দম চক্রবর্তী : ১২অক্টোবর রবিবার খড়গপুর শহর তৃণমূল কংগ্রেস কোর কমিটির বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো। মালঞ্চ প্রেম হরি ভবনে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভুইয়া। তিনি বলেন-আমরা যদি একটা একটা ওয়ার্ড ধরে দোষ ত্রুটিগুলো বিশ্লেষণ করতে পারি তবে খড়্গপুর একটি শক্তিশালী জায়গা হবে। তিনি আরো বলেন-এই মন্দির ময় জায়গা ধর্মনিরপেক্ষতার পিঠস্থান। আমরা গর্বিত জেলায় খড়গপুরের মতো একটা জায়গা পেয়েছি। কিন্তু কেন্দ্রে বিজেপি সরকারের জন্য এখানে কোন নতুন প্রকল্প হচ্ছে না ফলে নতুন চাকরি ও হচ্ছে না।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বিধায়ক দিনের রায়, আইয়ুব আলী, রোহন দাস, ডি, বাসন্তী। মঞ্চে উপস্থিত ছিলেন কল্যাণী ঘোষ, অপূর্ব ঘোষ, দেবাশিস চৌধুরী, জহর পাল, রবিশঙ্কর পান্ডে, তৈমুর আলী খান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিধায়ক সুজয় হাজরা। পৌরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষকে পরামর্শ দেন পনেরো দিন অন্তর সমস্ত ওয়ার্ডে কাউন্সিলরদেরকে নিয়ে মিটিং করুন, পর্যালোচনা করুন, এতে গরীমা বাড়বে। ক্ষোভের সাথে তিনি বলেন কেন্দ্র এসআইআর চালু করেছে জনজাতি গোষ্ঠীর লোকদের ছেঁটে ফেলার জন্য। আপনারা ভোটার লিস্টে নজর রাখুন। প্রতি সপ্তাহে কোর কমিটির সাথে মিটিং করে কর্মসূচির স্থির করুন। তবেই ২০২৬ এর খড়্গপুর তৃণমূলের হবে।

Latest