Skip to content

১লা নভেম্বর খাটু শ্যাম জয়ন্তী! জেনে নিন মহাভারতের সঙ্গে জড়িত খাটু শ্যামের পৌরাণিক কাহিনি!

নিজস্ব সংবাদদাতা :  প্রতি বছর কার্তিম মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান খাটূু শ্যামের জন্মদিন পালন করা হয়। খাটূু শ্যাম এর জন্মদিনে বিশেষ পুজো করা হয়, নৈবেদ্য দেওয়া হয় এবং তাকে ফুল দিয়ে সজ্জিত করা হয়।খাটূু শ্যাম ছিলেন ভীম পৌত্র তথা ঘটোৎকচ পুত্র বারবারিক , যিনি আজ খাটূু শ্যাম নামে পরিচিত। তিনি মহাভারতের যুগের সঙ্গে সম্পর্কিত। বারবারিক খুব শক্তিশালী ছিল। এতটাই যে মহাভারতের যুদ্ধও তার একটি তীর দিয়ে শেষ হয়ে যেতে পারে। ভগবান শ্রী কৃষ্ণ তাঁর শক্তি ও প্রতিভায় অত্যন্ত সন্তুষ্ট ছিলেন এবং কৃষ্ণের কাছ থেকেই তিনি কলিযুগে পুজিত হওয়ার বর পেয়েছিলেন। চলুন জেনে নিই বারবারিকের খাটু শ্যাম হয়ে পুজিত হওয়ার কাহিনি।

কিভাবে বর্বরিক হলেন প্রভু খাটূু শ্যাম: বারবারিক ঘটোৎকচের পুত্র এবং তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন। তিনি দেবী দুর্গার একজন মহান ভক্ত ছিলেন এবং দেবীর কাছ থেকে ৩ টি ঐশ্বরিক তীর পেয়েছিলেন। মহাভারতের যুদ্ধের সময়, বারবারিক প্রতিজ্ঞা করেছিলেন যে এই যুদ্ধে যেই পরাজিত হবে সে তার পক্ষে যুদ্ধ করবে। কিন্তু শ্রীকৃষ্ণ ভালো করেই জানতেন যে বারবারিক যুদ্ধক্ষেত্রে এলে পাণ্ডবদের পরাজয় নিশ্চিত।এমতাবস্থায় শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের রূপ ধারণ করে বারবারিককে থামানোর চেষ্টা করেন। ব্রাহ্মণের রূপ ধারণ করে কৃষ্ণ বারবারিক এর মস্তক উপহার হিসেবে চাইলেন। তিনি এমন দান চাইতেই বারবারিক বুঝতে পারলেন যে তিনি সাধারণ ব্রাহ্মণ নন। বারবারিক তাকে তার আসল রূপে আসতে বললেন। এরপর শ্রীকৃষ্ণ বারবারিকের কাছে দেখা দিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে দেখার সঙ্গে সঙ্গে বারবারিক খুশি হয়ে তার মস্তক দান করলেন।

শ্রীকৃষ্ণ বারবারিকের ভক্তি ও ত্যাগে অত্যন্ত প্রসন্ন হয়ে বর দিলেন যে, কলিযুগে তুমি শ্যাম নামে পুজিত হবে। মনে করা হয় বর্বরিকের মস্তক প্রোথিত হয়েছিল রাজস্থানের খাটু নগরে যা এখন সিকার নামে পরিচিত। শোনা যায় একসময় বাবা খাটু শ্যাম ধামের কুণ্ডে আবির্ভূত হয় সেই মস্তক। তারপর থেকেই হয়ে আসছে বাবা খাটু শ্যামের পূজা। কথিত আছে, জীবনযুদ্ধে হেরে যাওয়া মানবকে কৃপা করেন বাবা খাটু শ্যাম। কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন দুর্বলদের পক্ষে তিনি অবিরাম লড়াই করবেন ও তাদের জিতিয়ে দেবেন।ভগবান কৃষ্ণকে তাঁর মস্তক দান করার কারণে, খাটু শ্যাম জি শিষ দানী নামেও পরিচিত। এ ছাড়া তাকে মরচিধারীও বলা হয়।যারা তোমার পুজো অর্চনা করবে তাদের সকল ইচ্ছা পূরণ হবে। বাবা খাটূু শ্যামের প্রতি ভক্তদের মধ্যে রয়েছে গভীর বিশ্বাস। তিনিই কলিযুগের অন্যতম পুজিত ঈশ্বর, যাঁর মহিমা অতুলনীয়।

Latest