Skip to content

খড়্গপুর আইআইটির ৬৯তম সমবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন :  খড়্গপুর আইআইটির ৬৯তম সমবর্তন অনুষ্ঠানে যোগ দিতে সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ আইআইটি পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সোমবার সকাল থেক খড়্গপুরকে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। আইআইটির মূল প্রবেশপথ ও ক্যাম্পাস জুড়ে সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। সোমবার ১১:৫৫ মিনিটে বায়ুসেনার বিশেষ বিমানে কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশনে এসে পৌঁছন রাষ্ট্রপতি। সেখানে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর কলাইকুন্ডা থেকে সড়কপথে ১২ কিলোমিটার অতিক্রম করে ১২:৫৫ নাগাদ খড়্গপুর আইআইটির হেরিটেজ গেস্ট হাউসে পৌঁছন রাষ্ট্রপতি। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। খড়্গপুর আইআইটির নেতাজি অডিটোরিয়ামে সমাবর্তনের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি ছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং এরাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস ও রাজ্য সরকারের তরফে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া প্রমুখরা উপস্থিত ছিলেন। এবার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছেন অধ্যাপক রামচন্দ্র প্রভাকর গোকার্নের। এছাড়াও মহামহোপাধ্যায় উপাধিতে ভূষিত হন গুগলের সিইও তথা আইআইটি প্রাক্তনী সুন্দর পিচাই, ভদ্রেশ্বর স্বামী, রবীন্দ্রনাথ খান্না এবং অজিত জৈন। এবার ৯ জন গোল্ড মেডেল এবং ২৬ জন সিলভার মেডেল পেয়েছেন। এছাড়াও ৪০২ জন গবেষণাকারী সহ মোট ৩০২৫ জনের হাতে শংসাপত্র তুলে দেন খড়্গপুর আইআইটি ডিরেক্টর বীরেন্দ্র কুমার তিওয়ারি।

Latest