বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কাতারের কাছে পরাস্ত ভারত । গত বিশ্বকাপের আয়োজক দেশের বিরুদ্ধে ৩-০ গোলে হারল মেন ইন ব্লু। ঘরের মাঠে এই বড় হার বাছাই পর্বে ভারতের অভিযানে চাপ বাড়াতে পারে।লড়াইটা ছিল ডেভিড বনাম গোলিয়াথের। একদিকে কাতার, যাদের ফিফা ক্রমতালিকায় স্থান ৬১ নম্বরে। যারা গতবারও বিশ্বকাপে খেলেছে। যাদের ফুটবলাররা এখনও নিয়মিত খেলেন প্রথম সারির লিগগুলিতে। অন্যদিকে ভারত, যাদের ফিফা ক্রমতালিকায় স্থান ১০২ নম্বরে। বিশ্বের প্রথম সারির দলগুলির বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও নগণ্য। এই অসম লড়াইয়ে পেরে উঠলেন না সুনীল ছেত্রীরা ।ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই চাপে ছিল ভারতীয় দল। একেবারে গোড়া থেকেই টিম ইন্ডিয়ার (Team India) রক্ষণের ফাঁকফোঁকর স্পষ্ট হয়ে যায়। এদিন গোলরক্ষক হিসাবে অমরিন্দর সিংকে খেলানোর সিদ্ধান্ত নেন কোচ ইগর স্টিমাচ। চাপের মুখে তাঁকেও শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল। যার ফলশ্রুতিতে ম্যাচের ৪ মিনিটেই পিছিয়ে পড়েন সন্দেশ ঝিংঘানরা। ডিফেন্সের জটলার মধ্যে গোল করে যান কাতারের মুস্তাফা। কাতারের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে পিছিয়ে পড়ে প্রত্যাবর্তনের কাজটা কার্যত অসম্ভব ছিল ভারতের পক্ষে। তবু প্রথমার্ধের শেষ পর্যন্ত চেষ্টা করে গেলেন অনিরুদ্ধ থাপা, সুনীল ছেত্রীরা। ম্যাচের ৪২ মিনিটে অনিরুদ্ধ থাপা একটি সহজ সুযোগ পেয়েও গিয়েছিলেন। কিন্তু কাজের কাজটি করতে পারেননি তিনি। কার্যত ফাঁকা গোলে বলটি বাইরে মারেন।
কাতার: ৩ (মুস্তাফা মেশাল, মইজ আলি, আব্দুরিশাক)
ভারত: ০