Skip to content

"বৃক্ষগন্ধ সন্তান" - খুকু ভূঞ্যা

1 min read

একটু একটু কুয়াশা জমছে,
হেমন্তের এক ফালি চাঁদে দেখা যাচ্ছে না ধান
ফুলের মুখ
অস্পষ্ট সন্ধ্যা প্রার্থনা রেখে দেয় শাঁখের কাছে
জন্ম সুন্দর হোক
নক্ষত্র তুমি জেগে থাকো বেহুলার মতো সারারাত
মৃত্যু সুযোগ নিচ্ছে প্রতিদিন
প্রতিদিন বিকৃত সময় ও সমাজ
আমি অন্ধকার তোমাদের বলি
ছায়াগর্ভা জননী চায়, চাঁদের আটি ফেড়ে
বেড়ে উঠুক জোসনা গাছ
নিকোনো উঠোনে শোষকের মুখ নয়
সহজপাঠ খুলে চেয়ে থাক নীলঘন আকাশের দিকে
আমাদের বৃক্ষগন্ধ সন্তান
(কান্না যত গভীর হবে।

Latest