Skip to content

কোলাঘাট ব্লকের দেহাটি খালের নিম্নাংশে খালের ভেতরে থাকা নলগাছ ও তার মধ্যে জমে থাকা পলি সহ নানান ধরনের আবর্জনা অবিলম্বে পরিষ্কারের দাবীতে জেলা শাসক ও সেচ দপ্তরের জেলা আধিকারিককে স্মারকলিপি!

1 min read

পূর্ব মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : শনিবার থেকে কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত সোয়াদিঘী খালের ভেতরে থাকা নলগাছ ও তার মধ্যে জমে থাকা পলি সহ নানা ধরনের আবর্জনা জেসিবি দিয়ে পরিষ্কারের কাজ শুরু হয়েছে। অন্যদিকে কোলাঘাট ব্লকের ছ নম্বর জাতীয় সড়ক বরাবর দেহাটি খালেরও নিম্নাংশে অনুরূপ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওই ব্লকের বৃন্দাবনচক,সিদ্ধা-১,ও ২,সাগরবাড়,পুলসিটা প্রভৃতি গ্রাম পঞ্চায়েতের প্রায় ২০-২৫ টি গ্রাম ২০-২৫ দিনেরও বেশি সময় ধরে জলবন্দী হয়ে রয়েছে। আমন ধান ও ফুলচাষের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশিরভাগ পুকুরের মাছ জলে ভেসে গেছে। বহু রাস্তা জলের তলায়। আর কয়েকদিন পরেই পূজা মরশুম শুরু হতে চলেছে। অতি সত্বর দেহাটি খালের নিম্নাংশে(অর্থাৎ বরদাবাড় থেকে কোলাঘাট পর্যন্ত অংশ) যাতে জেসিবি লাগিয়ে যেখানে যেখানে জলনিকাশিতে খুব বাধা সৃষ্টি হচ্ছে,সেই অংশগুলি জরুরী ভিত্তিতে পরিষ্কার করার দাবীতে পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আজ সেচ দপ্তরের সুপারিনটেন্ডিং ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে স্মারকলিপি দেওয়া হয়েছে। কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, দেহাটী খালের নিম্নাংশ মজে থাকায় পাঁশকুড়া ও কোলাঘাট ব্লকের বিস্তীর্ণ অংশ জলবন্দী হয়ে রয়েছে। অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।

Latest