Skip to content

ম্যালেরিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার কলকাতা পুরসভার !

 নিজস্ব সংবাদদাতা :  ২০২৩ সালে ম্যালেরিয়ার প্রকোপের ভিত্তিকরে কলকাতার ৬৯টি ওয়ার্ডকে অতি ম্যালেরিয়া প্রবণ এলাকা বলে ঘোষণা করল কলকাতা পুরসভা। বিশ্ব ম্যালেরিয়া দিবসে পুরসভার স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতিতে এ কথা জানান মেয়র পারিষদ তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ। পুরসভা জানিয়েছে, আগামী সাত দিন সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। ডেপুটি মেয়র জানান, প্রতিদিন ওয়ার্ডপিছু একটি করে অ্যানোফিলিস মশার আঁতুড়ঘর খুঁজে বার করে ধ্বংস করতে হবে। সেই সঙ্গে পুর স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, ১৪৪টি ওয়ার্ডে প্রায় ছ’হাজার নির্মাণস্থল চিহ্নিত করে তাঁরা যেন নিয়মিত পরিদর্শন চালান। সেই রিপোর্ট পাঠাতে হবে ভেক্টর কন্ট্রোল বিভাগে। ম্যালেরিয়ায় আক্রান্ত কোনও রোগীর খোঁজ মিললে জানতে হবে তাঁর বাড়ির ঠিকানা। তিনি ঠিক মতো ওষুধ খাচ্ছেন কি না, সেই খোঁজ রাখতে হবে স্বাস্থ্যকর্মীদের। বাড়ি বাড়ি পরিদর্শনে জ্বরে আক্রান্ত রোগী মিললে রক্তের নমুনা সংগ্রহ করতে হবে। একই সঙ্গে নাগরিকদের প্রতি পুর প্রশাসনের নির্দেশ, বাড়িতে কেউ যেন জল জমিয়ে না রাখেন। এমন অভিযোগ এলে পুর আইন মেনে সেই বাড়িতে নোটিস পাঠানো হবে। অতীন জানান, দরকারে বাড়ির ছাদে উঠে পুর স্বাস্থ্যকর্মীদের দেখতে হবে, জলের ট্যাঙ্কের ঢাকনা ঠিক আছে কি না। ম্যালেরিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার চলবে অটোতেও।

Latest