Skip to content

কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হল স্মরণীয় মনমোহন গ্রন্থের!

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের উপর বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সংকলিত স্মরণীয় মনমোহন সিং বইটির আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। গ্রন্থটির সম্পাদনা করেন প্রাক্তন সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য ও অধ্যাপক শুভদীপ মুখোপাধ্যায়। বহু বিশিষ্ট ব্যক্তি যেমন গোপালকৃষ্ণ গান্ধী, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, জহর সরকার, প্রদীপ ভট্টাচার্য, জয়ন্ত ঘোষাল, অধীর রঞ্জন চৌধুরী, পার্থসারথি মুখোপাধ্যায়, চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ লেখা দিয়েছেন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য অধ্যাপক সুজিত বসু।

অনুষ্ঠানে উপস্থিত সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য বক্তৃতায় বলেন ডঃ সিং এর নিবিড় সংযোগের কথা, অর্থনীতিতে তার অপরিসীম অবদানের কথা, শুভদীপ মুখোপাধ্যায়ের কথায় উঠে আসে কোভিডের সময় বিপুল বিপর্যয়ের মধ্যেও অর্থনীতি ভেঙে পড়েনি। যেটির ভিত্তিভূমি ডক্টর সিং তৈরি করেছিলেন। অনুষ্ঠানটিতে বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। বিশিষ্ট অর্থনীতিবিদ এবং ভারতের ১৩তম প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখে ৯২ বছর বয়সে মারা যান। তাঁর নেতৃত্ব এবং অর্থনৈতিক সংস্কার জাতির উপর এক অমোচনীয় ছাপ রেখে গেছে। রাজনৈতিক জীবনের বাইরেও, ডঃ সিং একজন প্রখ্যাত লেখক ছিলেন, তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য কাজের মাধ্যমে তাঁর গভীর অন্তর্দৃষ্টি ভাগ করে নিয়েছিলেন।একজন লেখক হিসেবে, ডঃ সিং ভারতের অর্থনৈতিক দৃশ্যপট এবং উন্নয়নের চ্যালেঞ্জগুলির গভীর বিশ্লেষণ প্রদান করেছেন। তাঁর লেখাগুলি ভারতের অগ্রগতির প্রতি তাঁর অঙ্গীকার এবং ভবিষ্যতের জন্য তাঁর দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে।

Latest