Skip to content

ইউরো ২০২৪-‘বড় ম্যাচ’ শুক্রবার রাতে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং নেদারল্যান্ডস!

নিজস্ব সংবাদদাতা : ইউরো কাপ ২০২৪,স্পেন-ইটালির পর হতে চলেছে দ্বিতীয় ‘বড় ম্যাচ’। শুক্রবার রাতে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং নেদারল্যান্ডস। দুই দলই অতীতে ইউরো জিতেছে। তবে সাম্প্রতিক সাক্ষাতের বিচারে ফ্রান্স অনেক এগিয়ে। দলের সেরা ফুটবলার কিলিয়ান এমবাপের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলার আগে ফরাসি শিবির বাড়তি খুশি। আগের ম্যাচে অস্ট্রিয়ার কেভিন ডানসোর সঙ্গে সংঘর্ষে নাক ফেটেছিল এমবাপের। কয়েকটি ম্যাচ ছিটকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু বুধবার নাকে প্লাস্টার লাগিয়ে তিনি অনুশীলনে আসায় একটু ভরসা পেয়েছিল। আর বৃহস্পতিবার খোদ কোচ দিদিয়ের দেশঁই বলে দিয়েছেন, ডাচদের বিরুদ্ধে এমবাপের খেলার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ফেস গার্ড পরা এমবাপের ছবি ভাইরাল হয়। বৃহস্পতিবার দেখা যায় ফ্রান্সের পতাকার রঙের ফেস গার্ড পরেছেন তিনি। শুক্রবার রাতে এমবাপে যদি ফেস গার্ড পরেই খেলতে নামেন, তা হলে ফরাসি অধিনায়ককে নির্বাসিত করা হতে পারে। কারণ উয়েফার নিয়ম অনুযায়ী, ফেস গার্ড পরলেও তা হতে হবে এক রঙের। কিন্তু ফ্রান্সের পতাকার মতো এমবাপের ফেস গার্ডে তিনটি রং আছে। যা নিয়মবিরুদ্ধ।দেশঁ বলেছেন, “এমবাপে ফেস গার্ড পরে খেলবে। ফেস গার্ডের ব্যাপারে কোনও তথ্য আমার জানার দরকার নেই। কোথা থেকে পাওয়া গিয়েছে তা জানার জন্য অনেক লোক রয়েছে।”

Latest