Skip to content

অম্বানী-আদানিকে নিয়েই কংগ্রেসকে পাল্টা আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

নিজস্ব সংবাদদাতা : আদানি-আম্বানি নিয়ে এবার রাহুল গান্ধীকে সরাসরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, লোকসভা ভোট ঘোষণা হওয়ার পর থেকে কেন রাহুল গান্ধী মৌনব্রত ধারণ করেছেন ? মোদি আরও বলেন, বিগত ৫ বছর ধরে কংগ্রেসের শাহাজাদা এই নামগুলি বারে বারে উচ্চারণ করেছেন। রাফাল ইস্যুর পর আরও জোরালো হয়েছে রাহুলের তির। তবে ভোটের দিন ঘোষণার পরই সব চুপ। প্রশ্ন তুললেন, নির্বাচন ঘোষণা হওয়ার পর হঠাৎ কেন রাহুল গান্ধী অম্বানী-আদানিকে আক্রমণ করা বন্ধ করে দিলেন? প্রধানমন্ত্রী বলেন, “আমি তেলঙ্গানার মাটি থেকে দাঁড়িয়ে প্রশ্ন করছি, শাহজাদা বলুক এই নির্বাচনে অম্বানী-আদানির কাছ থেকে কত টাকা পেয়েছেন? কত বস্তা কালো টাকা পৌঁছেছে? টেম্পো ভর্তি টাকা এসেছে? কী চুক্তি হয়েছে যে রাতারাতি অম্বানী-আদানিকে গালি দেওয়া বন্ধ করে দিলেন। নিশ্চয় ডাল মে কুছ কালা হ্যায়।

Latest