Skip to content

সাত দফায় লোকসভা ভোট,কোন রাজ্যে কত দফায় ভোট!

নিজস্ব সংবাদদাতা : ২০২৪ সালের লোকসভা নির্বাচনও সাত দফাতেই আয়োজন করছে জাতীয় নির্বাচন কমিশন।এবারও সাত দফাতেই হচ্ছে লোকসভা নির্বাচন। উনিশের লোকসভা নির্বাচনও হয়েছিল সাত দফাতেই। আর এবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনও সাত দফাতেই আয়োজন করছে জাতীয় নির্বাচন কমিশন। 
১) প্রথম দফায় (১৯ এপ্রিল)— পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তীসগঢ়, তামিলনাড়ু, পুদুচেরি, লক্ষদ্বীপ, আন্দামান নিকোবার, বিহার, সিকিম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অসম, অরুণাচলপ্রদেশ। 
২)দ্বিতীয় দফা (২৬ এপ্রিল)— কেরল, কর্নাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, বিহার, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, অসম, মণিপুর, ত্রিপুরা। 
৩)তৃতীয় দফা (৭ মে)— জম্মু ও কাশ্মীর, গুজরাত, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, অসম, ছত্তীসগঢ়, গোয়া, দাদরা-নগর হভেলী ও দমন-দিউ। ৪)চতুর্থ দফা (১৩ মে)— মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড। 
৫)পঞ্চম দফা (২০ মে)— লাদাখ, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র।
৬)ষষ্ঠ দফা (২৫ মে)— দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা।
৭)সপ্তম দফা (১ জুন)— হিমাচল প্রদেশ, পঞ্জাব, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা।

Latest