Skip to content

রাত পোহালেই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রাত পোহালেই ষষ্ঠ দফার নির্বাচন। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলাতে লোকসভা নির্বাচন। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্র ছাড়াও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা শালবনী ও গড়বেতা বিধানসভা এলাকায় ভোটগ্রহণ হবে। তাই শুক্রবার থেকেই ভোট কর্মীরা ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে ইভিএম নিয়ে যাওয়ার জন্য মেদিনীপুর কলেজের ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টারে ভিড় জমাচ্ছেন। ভোট কর্মীদের ইভিএম, ভিভিপ্যাড এবং বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ আর ভোটের পরে সেইসব জমা করার জন্য জেলায় ৩টি জায়গায় ডিস্ট্রিবিউশন সেন্টার এবং রিসিভিং সেন্টার করা হয়েছে। শুক্রবার সকাল ন'টা থেকে ভোট গ্রহনের যাবতীয় সরঞ্জাম বিলি শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ২০৮৯৪ ভোট কর্মী রয়েছে। EVM থাকছে ৫৪০৭ টি। প্রতি বুথে নিরাপত্তার জন্য কেন্দ্র বাহিনী মোতায়েন থাকবে। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ২১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। এছাড়াও বুথের বাইরে পুলিশ থাকবে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ১৯৪৫ টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ৩১৩ টি বুথ উত্তেজনাপূর্ণ ঘোষণা করা হয়েছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৮ লক্ষ ১১ হাজার ২৪৩ জন।

EVM

Latest