নিজস্ব সংবাদদাতা : আগামী ১৯ এপ্রিল শুরু হচ্ছে প্রথম দফার ভোটগ্রহণ–পর্ব। সেখানে গরম পড়েছে মারাত্মকভাবে। তাই যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন। এই আশঙ্কা থেকেই এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হচ্ছে। যার নোডাল অফিসার হিসেবে রাখা হয়েছে রাজ্য পুলিশের আইজি (অর্গানাইজেশন) হৃষিকেশ মিনাকে বলে সূত্রের খবর। তারপরই শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু করেছে সব রাজনৈতিক দল। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। এই আবহে বাংলায় লোকসভা নির্বাচনে এবার এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। ভোটগ্রহণ–পর্ব চলাকালীন কোনও ভোটকর্মী অসুস্থ হয়ে পড়লে দ্রুত উন্নত চিকিৎসা পরিষেবা দিতেই এই বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। লোকসভা নির্বাচনের সঙ্গে যুক্ত সরকারি কর্মচারী এবং নিরাপত্তা কর্মীদের জন্য এই ব্যবস্থা রাখা হচ্ছে।