Skip to content

তমলুকের সভায় দাঁড়িয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিয়োগ দুর্নীতি ইস্যুতে বিঁধলেন মুখ্যমন্ত্রী!

পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার তমলুকের সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী বলেন, “যখন শিক্ষকদের চাকরি গেল, তার আগেই বাবুমশাই বললেন, বোমা ফাটাব। তারপরই ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি ছাঁটাই। আমি ওই ছেলেমেয়েগুলোর পাশে রয়েছি।তবে আজ নয় তো কাল, তিনি এর বদলা নেবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রাখেন মুখ্যমন্ত্রী। সঙ্গে মমতা এটাও বলে রাখেন, “চিরকাল ইডি-সিবিআই-ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না। একদিন না একদিন উপযুক্ত জায়গায় পড়বেন। যাঁরা করেছেন, তাঁদের বলছি, ঈশ্বর থাকলে বুঝতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সর্বভারতীয় স্তরে আমরা বিরোধী জোট ইন্ডিয়া তৈরি করেছিলাম। আমরা জোটে থাকব।  অনেকে আমাকে ভুল বুঝেছে। আমি জোটে আছি। আমি তো ওই জোট তৈরি করেছি। আমি জোটে থাকবও।

Latest