নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুর শহরে র জেলা গ্রন্থাগার এর পাশাপাশি অনেকগুলি ছোট এবং মাঝারি গ্রন্থাগার রয়েছে। এক গ্রন্থাগার পাটনাবাজার এলাকায় শ্রী শ্রী সারদেশ্বরী গ্রন্থাগার, যার ৭৫ তম বর্ষ উদযাপন অনুষ্ঠিত হল রাস পূর্ণিমা র পুন্য লগ্নে, 27 শে নভেম্বর।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি শ্রী শীতল রানা , কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব, তৃণমূল জেলা সভাপতি শ্রী সুজয় হাজরা । এছাড়াও এলাকার অন্যান্য বরিষ্ঠ নাগরিকেরাll এর মধ্যে অন্যতম হলেন এই গ্রন্থাগারের প্রথম সভাপতি তথাকথিত প্রবাদপ্রতিম ধন্বন্তরি ডাক্তার বাবু স্বর্গীয় বজেন্দ্রনাথ সিংহ মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র শ্রী ইন্দু মাধব সিংহ । অনুষ্ঠানটি সুচারু ভাবে পরিচালনা করেন শ্রী অর্ঘ্য রাশি মান্না এবং তার সাথে সহায়তা করেন বর্তমান সদস্য ও সদস্যরা। বর্তমান সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রন্থাগারের সভাপতি শ্রী বিমল প্রসাদ রানা, সম্পাদক শ্রী সিব্বা প্রামানিক, গ্রন্থাগারিক শ্রী আশীষ খাঁ,গ্সহকারী গ্রন্থাগারিক শ্রীমতি মিনতি করদে , উপস্থিত ছিলেন যে সদস্যরা তাদের মধ্যে ছিলেন ভবানী শংকর দাস, শীতল প্রসাদ রানা, সন্তোষ কুমার প্রামাণিক, অশ্বিনী পাল, প্রবীর সিনহা, অর্ঘর্ রাশি মান্না, তরুণ কুমার সাউ, শ্রীমতি সংঘমিত্রা পাল এবং জয়তি রানা।ড: ব্রজেন্দ্র নাথ সিংহ, কালি পদ পাল, রামচন্দ্র সাউ সহ আরো কয়েক জন এলাকাবাসির সহযোগীতায় একটি ছোট আলমারী, ৫০টি বই, ১০জন ছাত্র সদস্য নিয়ে, নিজ চালা গৃহের একটি অংশে ১৯৪৯সালে ১১ই নভেম্বর শনিবার রাশপুর্নিমার দিন শ্রী শ্রী সারদেশ্বরী গ্রন্থাগার এর প্রতিষ্ঠা হয়। গ্রন্থাগারের নামকরন করেন স্থানীয় রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিশোকাআনন্দ মহারাজ।৩০/১/১৯৫৩ তারিখে আশুতোষ দাসের পত্নী, চারুবালা দাস গ্রন্থাগারের জন্য ০ . ০১৭০ একর বাস্তুজমি দান করেন। বিভিন্ন ব্যক্তির নিকট হইতে গৃহীত পুস্তকে ও চাহিদায় গ্রন্থাগারের কলেবর ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে।০৫/০৫/১৯৫৪ তারিখে গ্রন্থাগার গৃহের কাজ শুরু হয়। ২১/০৮/১৯৬০ তারিখে নবনির্মিত গৃহের দ্বারোদঘাটন করেন সাহিত্যিক শ্রী অতুল চন্দ্র বসু মহাশয়। গৃহনির্মানে চুনীলাল নায়েক, বিজয় কৃষ্ণ কালী, দেবেন্দ্র নাথ গায়েন ইত্যাদির নাম উল্লেখযোগ্য। দাতাদের নাম ফলক গ্রন্থাগার গৃহে রক্ষিত। গ্রন্থাগারে স্থান সংকুলন না হওয়ায় গৃহটির সম্প্রসারনের উদ্দেশ্যে জনগনের নিকট হইতে সংগৃহীত কিছু অর্থ নিয়ে ১৯৭২ সালের এপ্রিল মাসে স্টক রুমের কাজ শুরু হয়। এরপর দ্বিতল পাঠকক্ষ নির্মানের প্রয়োজনে বিভিন্ন সিনেমা ও যাত্রাপালা অভিনীত করিয়া উপার্জিত অর্থ দ্বারা নির্মান কাজ শুরু হয়।১৯৮২ সালে পশ্চিমবঙ্গ সরকার গ্রন্থাগারটি গ্রামীন/ প্রাইমারী ইউনিট লাইব্রেরী হিসাবে অধিগ্রহন করে। ২৩/৩/১৯৮৫ তারিখে পাঠকক্ষ উদ্বোধন করেন মেদিনীপুর জেলা সমাজ শিক্ষা আধিকারিক সত্যেন্দ্র নাথ ভট্টাচার্য মহাশয়। ১৯৮৮ সালে গ্রন্থাগার গৃহের জলছাদ করা হয়। ২০০১ সালে গ্রন্থাগারে দূরভাষ যন্ত্রের পরিসেবা শুরু হয়। ২০০৪ সালে পাঠ্য পুস্তক বিভাগ উদ্বোধন হয়। ২০১০ সালে এম,এল,এ ফান্ড দ্বারা ক্রীত কম্পুটার ও দূরদর্শন যন্ত্রের দ্বারা রেফারেন্স বিভাগ শুরু হয়। ২০১৪ সালে হইতে পাঠকদের ইন্টারনেট পরিসেবা ও স্কেনার মেশিনের সাহার্য্যে রেপ্রগাফিক বিভাগ শুরু হয়। গ্রন্থাগারের পরিসেবার নিরিখে ২০১৮ সালে প:ব:সরকার গ্রন্থাগারে ২টি কম্পুটার দ্বারা এই গ্রন্থাগারটি ডিজিটালিজ করার সুচনা করেন।বর্তমানে 617 জন সদস্য নিয়ে নব রূপে সজ্জিত এই পাঠাগার ।