Skip to content

মেদিনীপুরে বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে একটি ধিক্কার মিছিল!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : উপ রাষ্ট্রপতি তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় কে কুরুচিকর মন্তব্য করেছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তাতেই প্রতিবাদে নামলো বিজেপির মহিলা মোর্চার। মেদিনীপুরে বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে একটি ধিক্কার মিছিল বের হয় এবং জেলা কালেক্টরেটে গেটের সামনে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুল দাহ করা হয়। বিজেপি মহিলা মোর্চার নেতৃত্ব পারিজাত সেনগুপ্ত বলেন দেড়শো জন সাংসদকে বহিষ্কার করার পর আমাদের দেশে উপ রাষ্ট্রপতি তথা প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় বিরুদ্ধে কুরুচিকর অঙ্গভঙ্গির মাধ্যমে মিমিক্রি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাই বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা ইন্ডিয়া জোটের নামক ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুল দাহ করলাম কারণ এর আগেও তিনি এক ধর্ষণকাণ্ডের কুরুচিকর মন্তব্য করেছেন। তাই আজ জেলা কালেক্টরেটে গেটের সামনে কল্যান বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুল দাহ এবং তীব্র ধিক্কার জানালাম।

Latest