পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলি : মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার ২১শে জানুয়ারী মেদিনীপুর শহরে প্রতিবাদ যাত্রায় করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তবে এই প্রতিবাদ মিছিলে বিজেপির পতাকা নিয়ে করা হয়নি। তার বদলে জাতীয় পতাকা নিয়ে মেদিনীপুর শহরে মিছিল করেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন কান্ডে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেপ্তারের দাবি, ডাক্তারদের সাসপেন্ড ও মিথ্যা মামলা প্রত্যাহার করা সহ ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ এর দাবিতে মেদিনীপুর শহরে প্রতিবাদ যাত্রা। এদিনের এই প্রতিবাদ যাত্রায় হাজার হাজার কর্মী সমর্থক কে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ যাত্রা মিছিল করেন । মঙ্গলবার ২১শে জানুয়ারী মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু হয়ে, গান্ধী মূর্তির পাদদেশ ছুঁয়ে, পঞ্চুরচক, গোলকুঁয়া, বটতলা কালী মন্দির হয়ে, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোড ধরে শহর পরিক্রমা করেন। বিজেপির পতাকা ছাড়াই জাতীয় পতাকা নিয়ে বিদ্বজনদের নামে ব্যানার করে প্রতিবাদ মিছিল করলেন তিনি।