Skip to content

মেদিনীপুর পৌরসভায় উপ-পৌরপ্রধান হলেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায়!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রাজ্যের অন্যান্য পৌরসভার মতোই এবার পরিবর্তনের ছোঁয়া মেদিনীপুর পৌরসভাতেও। রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রীর ফিরহাদ হাকিম নির্দেশে বদল হল উপ-পৌরপ্রধান পদে। শুক্রবার সেই নির্দেশ পৌছায় মেদিনীপুর পৌরসভায়, আর তার পরেই শুরু হয় প্রশাসনিক হালচাল।এতদিন পৌরসভার উপ-পৌরপ্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অনিমা সাহা।

এতদিন দায়িত্ব পালন করলেও এবার তাঁকে সরিয়ে দেওয়া হয়।সেই পদে আনা হয়েছে ৫ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কাউন্সিলার মৌ রায়কে।শুক্রবার বিকেলে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের অফিসে পৌর প্রধানের হাত থেকে উপ-পৌরপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন মৌ রায়। উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার একাধিক কাউন্সিলার পৌরকর্মীরা।পৌর রাজনীতির অন্দরে এই পরিবর্তনকে অনেকে দেখছেন “নতুন দিশা”র সূচনা হিসেবে। শহরের উন্নয়ন ও নাগরিক পরিষেবাকে আরও গতিময় করতে চান— জানিয়েছেন নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান মৌ রায়।তিনি বলেন, মেদিনীপুর পৌরসভা আমাদের সবার। শহরবাসীকে পরিষেবা দেবে আমার প্রথম লক্ষ্য।

Latest