Skip to content

মেদিনীপুর পরীক্ষার্থী হাসপাতালে বেডে শুয়েই তাকে মাধ্যমিক পরীক্ষা দিতে হচ্ছে!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সোমবার থেকেই শুরু হল ২০২৫ শিক্ষা বর্ষের মাধ্যমিক পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষায় আগে অসুস্থ হয়ে পড়েন মেদিনীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মিয়াবাজার তালপুকুর এলাকার পরীক্ষার্থী সুলতানা খাতুন। রবিবার রাতে হঠাৎই অসুস্থ হওয়ার কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়, জরুরী ভিত্তিতে অপারেশন করা হয় সুলতানার, কিন্তু সোমবার থেকে ছিল মাধ্যমিক পরীক্ষা। তার প্রথম পরীক্ষার দিনে চিকিৎসা চলাকালীন সুলতানার মা চিন্তিত হয়ে পরেন তার মেয়ের মাধ্যমিক পরীক্ষা নিয়ে,মা স্থানীয় তৃণমূল নেতৃত্বের দ্বারস্থ হয়, খবর পেয়ে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজয় হাজরা,পরীক্ষার্থীর সমস্যা কথা জানার পরে হাসপাতালে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নিয়ে তিনি সুলতানার এডমিট কার্ড পাঠান পর্ষদের আঞ্চলিক দপ্তরে, পর্ষদের মনিটারি কমিটি জেলা আহ্বায়ক সুজয় হাজরা ও পরীক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকাদের।

নির্ধারিত সময় সমস্ত অনুমতি নিয়ে হাসপাতালের বেডে বসে মাধ্যমিক পরীক্ষা দেন সুলতানা।মঙ্গলবার ১১-ই ফেব্রয়ারি ইংরেজি পরীক্ষা। সুলতানার মা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে গরিব অসহায় মানুষের পাশে থাকেন তার মেদিনীপুরের প্রতিনিধি সুজয় হাজরা সব সময় মানুষের পাশেই থাকেন তা আরেকবার প্রমাণ করে দিলেন, আমার মেয়ের হাসপাতালে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন।এতেই খুশি হয়েছেন পরিবার সহ এলাকার মানুষজন। বিধায়ক সুজয় হাজরা বলেন সুলতানা খাতুন ও যে এক মানসিকতা নিয়ে, তার এই অ্যাপেন্টিস অপারেশন হওয়ার পরেও পরীক্ষা দেওয়ার এই উদ্যোগকে কুর্নিশ জানায়। সুলতানা মেদিনীপুর কলেজিয়েট গার্লস হাইস্কুলের ছাত্রী । তাঁর পরীক্ষাকেন্দ্র ছিল অলিগঞ্জ ঋষি রাজ নারায়ণ বালিকা বিদ্যালয়ে। তবে কেন্দ্রে গিয়ে আর পরীক্ষা দেওয়া হল না তাঁর। হাসপাতালে বেডে বসে তাকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। সুলতানার পরিবারও ধন্যবাদ জানিয়েছেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরাকে।

Latest