Skip to content

মেয়েদের আইপিএলের নিলাম: কোন দলে কাকে নিল!

নিজস্ব প্রতিবেদন : মহি‌লা প্রিমিয়াগর লিগের নিলামে বড় দাম পেলেন কয়েকজন। শনিবার দুপুর পর্যন্ত চিনত না কেউ, সেই কাশ্বী গৌতম ২ কোটি দর পেলেন। ব়য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ইউপি ওয়ারিয়র্স, গুজরাট জায়ান্টসের মধ্যে তুমুল দড়ি টানাটানির পর শেষ হাসি হাসল গুজরাতই।গত মরসুমটাতে নিজের গতি নিয়ে প্রচুর কাজ করেছেন। মেয়েদের টি-টোয়েন্টি ট্রফিতে ৭ ম্য়াচ খেলে ১২ উইকেট নিয়েছিলেন। ইকনোমি রেট ছিল মাত্র ৪.১৪। সিনিয়র ভারতীয় টিমে জায়গা না পেলেও অনূর্ধ ২৩ এসিসি ইমার্জিং টুর্নামেন্টে চমত্কার পারফরম্যান্স করেছিলেন। তারই সুফল পেলেন গৌতম।এই তালিকায় রয়েছে আরেকজনও।হাতে ২.২৫ কোটি টাকা নিয়ে নিলামের মাঠে নামে দিল্লি। নিলাম শুরুর আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন তাঁদের দলের ৯৫% স্থানই পূরণ করা আছে। বাকি দু-একটি স্থান পূৱণ করে নেওয়াই তাদের লক্ষ্য। সেই মতোই নিলামের শুরুতেই ঝড় তুলল দিল্লি। অস্ট্রেলিয়ান অল রাউন্ডার অ্যান‌াবেল সাদারল্যান্ডকে ২  কোটি টাকা দিয়ে ঘরে তুলল দাদার দল। কিন্তু কে এই অ্যানাবেল? যাকে দলের নেওয়ার জন্য ২ কোটি টাকা পর্যন্ত দাম দিল দিল্লি।হাতে ২.২৫ কোটি টাকা নিয়ে নিলামের মাঠে নামে দিল্লি। নিলাম শুরুর আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন তাঁদের দলের ৯৫% স্থানই পূরণ করা আছে। বাকি দু-একটি স্থান পূৱণ করে নেওয়াই তাদের লক্ষ্য। সেই মতোই নিলামের শুরুতেই ঝড় তুলল দিল্লি। অস্ট্রেলিয়ান অল রাউন্ডার অ্যান‌াবেল সাদারল্যান্ডকে ২  কোটি টাকা দিয়ে ঘরে তুলল দাদার দল। কিন্তু কে এই অ্যানাবেল? যাকে দলের নেওয়ার জন্য ২ কোটি টাকা পর্যন্ত দাম দিল দিল্লি।

দেবিকা বৈদ্যকে কিনল উত্তরপ্রদেশ : ১ কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে দেবিকাকে কিনল উত্তরপ্রদেশ।

তিতাস সাধুকে নিল দিল্লি :বাংলার তিতাসকে নিল দিল্লি। ২৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনে নিল তারা।

শেফালিকে নিল দিল্লি: ২ কোটি টাকায় বিক্রি হলেন ভারতীয় ওপেনার।

ভারতীয় দলের পেসার রেণুকাকে কিনল বেঙ্গালুরু। তাঁকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় কিনল তারা।

২ কোটি ৬০ লক্ষ টাকায় বাংলার দীপ্তি গেলেন উত্তরপ্রদেশে।

Latest