নিজস্ব সংবাদদাতা : আবারও বিশ্বব্যাপী বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে টেক জায়েন্ট মাইক্রোসফট। সংস্থা জানিয়েছে, তাদের মোট কর্মীর প্রায় ৩ শতাংশ বা প্রায় ৬ হাজার কর্মীকে ছাঁটাই করছে। খরচ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগ করছে সংস্থা।আর এই খবর পেতেই ভেঙে পড়েন মাইক্রোসফট কর্মীরা।মাইক্রোসফট জানিয়েছে, সংস্থার খরচ কমাতে ৬ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। সেই সঙ্গে এবার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বিপুল পরিমাণে বিনিয়োগ করার কথাও ভেবেছে। জুনের হিসেব অনুযায়ী, ২ লক্ষ ২৮ হাজার স্থায়ী কর্মী রয়েছেন মাইক্রোসফটে।