Skip to content

মেদিনীপুর শহরের ১৫০ বছরের পুরানো বাড়ি ভেঙে পড়ল!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : বর্ষা পড়েছে কোথাও টানা বৃষ্টির কবলে জমেছে জল, কোথাও আবার বন্যার হওয়ার মতো পরিস্থিতি। তারই মধ্যে মেদিনীপুর পৌরসভার অন্তর্গত শহরের ৭ নম্বর ওয়ার্ডের খাপ্রেল বাজার মোহনানন্দা চক্ষু হাসপাতালের কাছে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরানো বাড়ির দোতলার কিছুটা অংশ। যা নিয়ে পাড়ায় শোরগোল পড়ে যায়। জানা যায় বাড়িটি পুরানো আমলের চুন সুরকি দিয়ে তৈরি। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেতে দ্রুত সেখানে পৌঁছান ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর সীমা ভকত। সংবাদ মাধ্যমকে জানান,"পুলিশ ও প্রশাসনের সাথে কথা হয়েছে তাঁরা দ্রুত ব্যবস্থা নেবেন,বাড়ির মালিক বলেছেন ঝুঁকি পূর্ণ পুরানো বাড়িটি ভেঙে দেবেন"। পথ চলতি মানুষের যাতে সমস্যার সম্মুখীন না হতে হয় সেই জন্য স্থানটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থাও করে দিতে বলেছেন। কাউন্সিলরের এই পদক্ষেপে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Latest