সেখ ওয়ারেশ আলী : রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়নের পাঁচালী’ প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে মেদিনীপুর শহরের ২১ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো বিশেষ মহিলা শিবির। ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রুমা পরামানিকের উদ্যোগে শনিবার বিকেলে একটি লজে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন ওয়ার্ডের শতাধিক মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা।

শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল কান্তি চৌধুরী, শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায়, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরা, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নম্রতা চৌধুরী, মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী অঞ্জলি সোম সহ দলের অন্যান্য নেতৃত্ব।এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল টানা ১৫ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে হওয়া উন্নয়নমূলক কাজগুলির বিস্তারিত তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এতদিন মাইক ও প্রচারযানের মাধ্যমে ‘উন্নয়নের পাঁচালী’ শোনানো হলেও, এবার এলাকায় এলাকায় ঘরে ঘরে গিয়ে চাটায়ে বসে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন তৃণমূল কংগ্রেস সমর্থনকারী মহিলারা। আগামী দিনে শহরের বিভিন্ন ওয়ার্ডে এই ‘উন্নয়নের পাঁচালী’ প্রচার আরও জোরদার করা হবে বলে জানান উপস্থিত নেতৃত্ব।