পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর আর্ট একাডেমী রাজ্যব্যাপী অঙ্কন প্রতিযোগিতায় রঙে রঙে সেজে উঠলো মেদিনীপুর শহরে,শিশুদের মধ্যে সৃজন শীলতা ও শিল্পচর্চার প্রতি আগ্রহ বাড়াতে মেদিনীপুর আর্ট একাডেমির উদ্যোগে শুরু হয়েছে “বাংলার ছবি আঁকার উৎসব” রাজ্যব্যাপী প্রতিযোগিতা। দুই দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনটি অনুষ্ঠিত হলো শনিবার, মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে।রঙ, তুলি আর কাগজে ফুটে উঠেছে শিশুদের কল্পনার জগৎ।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমসহ একাধিক জেলার ক্ষুদে শিল্পীরা উৎসাহভরে অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। আর্ট একাডেমির সভাপতি রাজীব বাবু জানান, শুধু মেদিনীপুর কেন্দ্রেই অংশ নিচ্ছে প্রায় ৬,৫০০ জন প্রতিযোগী। আগামী ১৮ই অক্টোবর বাগনানে বাংলা ছবি আকার উৎসব প্রতিযোগিতা,যেখানে অংশ নিচ্ছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,নদীয়া ও কলকাতা জেলার অঙ্কনপ্রেমী শিশুরা।প্রতিযোগিতা প্রাঙ্গণ জুড়ে ছিল উৎসবের আবহ — শিশুর মুখে হাসি, হাতে রঙের ছোঁয়া, আর চারপাশে সৃজন শীলতার উচ্ছ্বাস। এই রাজ্যব্যাপী অঙ্কন উৎসব শেষে অনুষ্ঠিত হবে বাছাই পর্ব, যার মাধ্যমে নির্বাচিত প্রতিযোগী দেরকে হাতে তুলে দেওয়া হবে ট্রফি আগামী ১০ ও ১১ই জানুয়ারি ২০২৬ বিদ্যাসাগর অল প্রাঙ্গণ।