Skip to content

বজরং ব্যায়ামাগারের ব্যাবস্থাপনায় ওয়েষ্ট বেঙ্গল স্টেট বডি বিল্ডিং ফিটনেস প্রতিযোগিতা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাচীনতম ক্লাব বজরং ব্যায়ামাগার। সেই ব্যায়ামাগার শুধুমাত্র শারীরিক গঠনের জন্য ব্যায়াম বা শরীরচর্চা করে না, নানান সামাজিক কর্মকাণ্ডেও জড়িত থাকে। ওয়ার্ক অফ আর্ট৷ আমাদের বডি হচ্ছে ওয়ার্ক অফ আর্ট৷ এটা মন্দির৷ আর মাসলগুলো তার মধ্যে সব কারুকার্য৷ ব্যাপারটা বুঝতে পেরেছেন তো?' ১৬-ই ফেব্রুয়ারী রবিবার স্পোর্টস কমপ্লেক্সে বজরং ব্যায়ামাগারের ব্যাবস্থাপনায় ওয়েষ্ট বেঙ্গল স্টেট বডি বিল্ডিং উপরে মোট সাতটি ইভেন্টের মাধ্যমে প্রতিযোগিতা হয় । এই বিশেষ প্রতিযোগিতা উপস্থিত হয়েছিলেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, শক্তি প্রসাদ মিত্র, পীযূষ কান্তি পাল, জয়েন্ট কনভেনার প্রসেনজিৎ সাহা, তাপস সিনহা, রাজ্যের সম্পাদক সন্দীপ দাস, সৌম্য সরকার, রাজীব সরকার সহ বিশিষ্টজনেরা ও ক্লাবের সকল সদস্যরা। অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন ক্লাবের কর্ণধার কুন্দন গোপ ও বরুন আগর ওয়াল। প্রতিটি গ্রুপের বিজয়ী কে দশ হাজার টাকা এবং রানার্স আপ কে পাঁচ হাজার টাকা পুরস্কার মানি তুলে দেওয়া হয়।

Latest