Skip to content

মেদিনীপুর ছাত্র সমাজের পরিচালনায় রক্ত দান উৎসব!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : রক্তের গ্রীষ্মকালীন চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর ছাত্র সমাজ । মেদিনীপুর শহরের বুকে দৃষ্টান্তমূলক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে। দশম বর্ষ উদযাপন উপলক্ষে মেদিনীপুর ছাত্রসমাজ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজিত আজকের এই মেগা রক্তদান শিবিরে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের তমলুক ও ঝাড়গ্রাম জেলার তিনটি ব্লাড ব্যাংকের সংগৃহীত মোট রক্তদাতার সংখ্যা ৪৩১। এর পাশাপাশি ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুলদান কর্মসূচিতে মোট ২১ জন চুলদান করেছেন। উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের পৌর প্রধান মাননীয় সৌমেন খান, রাজা নরেন্দ্রলাল খান কলেজের অধ্যক্ষা ড. জয়শ্রী লাহা, প্রাক্তন অধ্যাপক কুমারেশ ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষিকা নুপুর ঘোষ, পশ্চিম মেদিনীপুর জেলা ব্লাড ডোনাস ফোরামের সম্পাদক জয়ন্ত মুখার্জী, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহ-সভাপতি অসীম ধর প্রমুখ।  এছাড়াও  উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন বিশিষ্ট গুণীজন ও সমাজসেবী সংগঠন। মেদিনীপুর ছাত্র সমাজের সভাপতি কৃষ্ণ গোপাল চক্রবর্তী বলেন "গ্রীষ্মকালীন এই রক্তের সংকট মেটাতে আমাদের এই মহতী প্রচেষ্টা। মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে বিগত দিনের ন্যায় মেদিনীপুর ছাত্র সমাজ এই রক্তদান আন্দোলন চালিয়ে যাবে"

Latest