Skip to content

প্রথমবর্ষের ছাত্র শুভজিৎ দোলাই এর পথদুর্ঘটনায় অকাল প্রয়াণ,সমবেদনা জানালো জেলা তৃণমূল ছাত্র পরিষদ!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ ৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর আজ সকালেই শেষ নিঃশেষ ত্যাগ করলো মেদিনীপুর কলেজের ছাত্র শুভজিৎ দোলই।সোমবার সাত সকালে সব লড়াই থেমে গেল কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজের আইসিইউ-তে।প্রথমবর্ষের ছাত্র শুভজিৎ দোলাই এর পথদুর্ঘটনায় অকাল প্রয়াণ,সমবেদনা জানালো মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ।মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও মেদিনীপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শুভজিৎ দোলাই এর বিদেহী আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা নিবেদন করা হলো মেদিনীপুর কলেজ গেটে। শুভজিৎ দোলাইকে শ্রদ্ধাজ্ঞাপন করে পরিবারের প্রতি সমবেদনা জানায়। এদিকে বিষয়টি জানাজানি হতেই ,গভীর শোক প্রকাশ করেছেন সমগ্র মেদিনীপুর কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, শিক্ষাকর্মীরা ।

Latest