নিজস্ব সংবাদদাতা : নৃত্যশিল্পী রিমা কর্মকার পরিচালিত মেদিনীপুরের স্বনামধন্য নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যনীড়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রাক্ শারদীয়া অনুষ্ঠান কাশ বাতাসে। এদিন সকালে মেদিনীপুর শহরের নজরগঞ্জের তারাধাম প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় তারাধামে তারামা কে পূজার অর্ঘ্য নিবেদনের মাধ্যমে। অনুষ্ঠান নৃত্যনীড়ের শিল্পীরা বিভিন্ন আঙ্গিকের নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করে।

এটি ছিল এই অনুষ্ঠানের ষষ্ঠ বর্ষ। নৃত্যনীড়ের পক্ষ থেকে এবারের 'কাশ বাতাসে শারদ সম্মান-২০২৫' তুলে দেওয়া হয় মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের হাতে।

এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রতিমা দে, সমাজকর্মী তাপস সিনহা, সমাজকর্মী বরুণ বিকাশ দে,লেখিকা ও সমাজকর্মী রোশেনারা খান,কবি সিদ্ধার্থ সাঁতরা, সাহিত্যিক বিদ্যুৎ পাল, বর্ষীয়ান বাচিক শিল্পী অমিয় পাল, সঙ্গীতশিল্পী যতন সরকার, সঙ্গীত শিল্পী রথীন দাস, নৃত্যশিল্পী রাজনারায়ণ দত্ত, সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস,রীতা বেরা,সুমন চ্যাটার্জী, গোপাল সাহা, জয়ন্ত মন্ডল,পারমিতা সাউ,সংহতি সেনগুপ্ত, নৃত্যশিল্পী রিয়া সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী অর্ণব বেরা। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নৃত্যনীড়ের কর্ণাধার রিমা কর্মকার।