পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুরে সেবামূলক আবহে পালিত হলো সেবা পক্ষকাল বিশেষ অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে সারাদেশে এক সপ্তাহ ধরে চলছে নানা সামাজিক ও মানবিক উদ্যোগ। তারই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের এক নম্বর মণ্ডলের মহতাবপুর এলাকায় শীতলা মন্দির সংলগ্ন আনন্দমার্গ স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান।

অনুষ্ঠানে ছোটদের হাতে খাতা,বই ও মিষ্টান্ন তুলে দেওয়া হয়। অন্যদিকে বড়দের উপহার হিসেবে বিতরণ করা হয় পবিত্র শ্রীমদ্ভাগবত গীতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ-সভাপতি ডাক্তার শংকর কুমার গুছাই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল স্কুলের দিদি মণির পরিবেশনা—তিনি হারমোনিয়াম বাজিয়ে শিশুদের সঙ্গে নিয়ে গান শোনান, যা সমগ্র পরিবেশকে করে তোলে সুরেলা ও আনন্দঘন।