Skip to content

মেদিনীপুর শহরের 'অগ্নিকন্যা ক্লাব’-এর জগদ্ধাত্রী পুজোয় নবমী তিথিতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নব কুমারী পূজা!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের পঞ্চুর চকের ‘অগ্নিকন্যা ক্লাব’-এর জগদ্ধাত্রী পুজোয় নবমী তিথিতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নব কুমারী পূজা। মাতৃরূপে দেবী, দেবীরূপে কন্যা— এই চিরন্তন ভাবনাকেই বাস্তব রূপ দিল ক্লাবটি।

এই দিনে নয়জন কন্যাকে পূজো করা হয় মা দুর্গার নয়টি রূপে — শৈলকন্যা, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী। প্রতিটি কন্যার মুখে যেন ফুটে উঠেছিল দেবীর শান্ত জ্যোতি, তাঁদের পায়ে আলতার ছোঁয়া, আর চারপাশে ঢাকের মাদকতা যেন সত্যিই মর্ত্যে অবতীর্ণ হয়েছেন মা স্বয়ং।

সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ অগ্নিকন্যা ক্লাব প্রাঙ্গণে। শহরবাসীর ভিড় উপচে পড়ে কুমারী পূজা দেখতে। ধূপ, ধুনো, ফুল, চন্দন আর ভক্তির আবহে ভরে উঠেছিল গোটা মণ্ডপ। অগ্নিকন্যা ক্লাবের এই কুমারী পূজা শুধু ধর্মীয় আচরণ নয়, বরং নারীশক্তির প্রতি সমাজের শ্রদ্ধা ও মমত্ববোধের এক সজীব প্রতীক হয়ে উঠেছে।

Latest