Skip to content

মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দিরে সমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রথযাত্রা মানেই মহা ধুমধাম মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দিরে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হলো স্নানযাত্রা ।হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হয়। জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি বলে মনে করা হয়। পশ্চিম মেদিনীপুর শহরে প্রায় ২০০ বছরেরও প্রাচীন এই মন্দির প্রতিষ্ঠা করেন রাজা জন্মেঞ্জয় মল্লিক। তারপর থেকেই বংশ পরাক্রম ভাবে পুজো হয়ে আসছে বর্তমানে এই মন্দিরের দায়ভার এই জগন্নাথ মন্দির কমিটি। স্নানযাত্রা দিনে ৭টি প্রতিষ্ঠিত পুকুর ও কাঁসাই নদী থেকে জল নিয়ে আসা হয় । তারপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দিরে উঠানে বসিয়ে কলসি জল ঢেলে স্নান করানো হয়। এই স্নানযাত্রা দেখতে মেদিনীপুরে জগন্নাথ মন্দিরে ভিড় করেন বহু ভক্তদের সমাগম হয় মেদিনীপুরের জগন্নাথ মন্দিরে। ভক্তরা মনে করেন যে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সব পাপ থেকে মুক্তি মেলে।স্নান যাত্রার পর জগন্নাথ বলরাম ও সুভদ্রা কে মন্দিরে রেখে মন্দির বন্ধ করে দেওয়া হয় এবং রথযাত্রার দিন মন্দির খোলা হয় আড়ম্বের সাথে। কমিটির সদস্য মহাদেব মাইতি বলেন আগামী ৭ জুলাই রবিবার রথযাত্রা উৎসব পালন করা হবে। এই রথযাত্রা উৎসব সাতদিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান।

Latest