Skip to content

উত্তপ্ত মেদিনীপুর মেডিক্যাল কলেজের পড়ুয়াদের হুমকি!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : আরজি কর কাণ্ডের মধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজের মহিলা জুনিয়র ডাক্তারদের ওপর ব়্যাগিংয়ের গুরুতর অভিযোগ উঠল টিএমসিপি ইউনিটের প্রভাবশালী সদস্য মুস্তাফিজুর রহমান ও তার সদস্যদের বিরুদ্ধে।শাসক দলের ছাত্রনেতার বিরুদ্ধে নোটিশ এবং পালটা নোটিশে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷ নোটিশ বদল নিয়ে প্রভাবশালী তকমার অভিযোগ চিকিৎসক পড়ুয়াদের ৷ এ নিয়ে আন্দোলনে যাওয়ার হুমকি চিকিৎসক পড়ুয়া ও ডাক্তারদের ৷ ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার ৷ এদিন আন্দোলন করে কলেজের অধ্যক্ষের কাছে শাসক দলের এক ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ জানান হাসপাতালের চিকিৎসক পড়ুয়া ও ডাক্তাররা ৷ তাঁদের অভিযোগ, ওই নেতা যখন-তখন হাসপাতালে ঢুকে যান ৷ ডাক্তারি পড়ুয়াদের পাস না করানোর হুমকি দেন ৷ ভয় দেখান ৷ এমনকী ব়্যাগিংও করেন ৷ পড়ুয়াদের সেই অভিযোগ হাতে পেয়ে ওই নেতার বিরুদ্ধে নোটিশ জারি করেন হাসপাতালের অধ্যক্ষ ৷ নেতার হাসপাতালে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন তিনি ৷ সেই সঙ্গে পড়ুয়াদের আশ্বস্ত করেন, ছাত্রনেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ কিন্তু পড়ুয়াদের অভিযোগ ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই বদলে যায় সেই নোটিশ ৷ তবে মুস্তাফিজুর রহমানের প্রবেশে নিষেধাজ্ঞার কথা স্বীকার করে নিয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু চিকিৎসা বিভাগের প্রধান তারাপদ ঘোষ। পড়ুয়াদের অভিযোগ, বেছে বেছে সুন্দরী মহিলা ডাক্তারদের বাধ্য করা হত আইটেম সং এর সঙ্গে নাচতে। অভিযুক্তর প্রভাব নাকি এতটাই যে পড়ুয়াদের পাস, ফেলও ঠিক হত তার ইশারায়!  ঘটনা প্রসঙ্গে আন্দোলনরত এক চিকিৎসক বলেন, " ২৪ ঘণ্টার মধ্যে নোটিশ বদলে যাচ্ছে ৷ এর থেকে বোঝা যায় ওনারা কতটা প্রভাবশালী ৷ তবে এই বিষয়ে এখনই আমরা কোনও মন্তব্য করব না ৷ আলোচনার পর আমরা আমাদের দাবিগুলো ফের জানাব ৷

মেদিনীপুর মেডিক্যাল কলেজের ছাত্রী শ্রেয়া মণ্ডল তার যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন, “যেদিন আমরা প্রথম এই কলেজে ভর্তি হয়েছিলাম, শিক্ষকরা ক্লাস ছেড়ে চলে যায় এবং ছাত্ররা ক্লাসে ছিল, তখন এই ইউনিট এসে আমাদের দরজা বন্ধ করে দেয়। আর এই মোস্তাফিজুরের র‌্যাগিং করে আমরা যেদিন ফ্রেশ ছিলাম, সেই দিন থেকে অডিটোরিয়ামের সামনে নিয়ে গিয়েছিলাম। আমরা ভয় পাচ্ছি, অনেক জুনিয়রকে হুমকি দেওয়া হয়েছে যে, প্রতিবাদ করলে আপনিই লক্ষ্যবস্তুতে পরিণত হবেন!”

Latest