পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সদ্যোজাত শিশুর মৃত্যুকে ঘিরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে সামনে ক্ষোভে ফেটে পড়ল মৃত শিশু কন্যার,পরিবার-পরিজনেরা। পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে শিশু কন্যার। জানা গিয়েছে, শুক্রবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে শিশু কন্যার জন্ম দেন আনন্দপুর থানার কানাশোল গ্রামের এক প্রসূতি।

সন্তান প্রসবের পর থেকেই সদ্যজাতকে রাখা হয়েছিল অবজারভেশনে। মৃত শিশুর পরিজনদের দাবি, শনিবার দুপুর বারোটা নাগাদ সদ্যজাতর মৃত্যু হলেও দীর্ঘক্ষণ জানানো হয়নি তাদের কে। অবশেষে শনিবার বিকেল নাগাদ মৃত্যু সংবাদ জানানো হয় পরিবারকে। এই ঘটনার পরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব মৃত শিশুর পরিজনেরা । মাতৃমার নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের সাথেও ব্যাপক বচসা হয় মৃতের পরিজনদের। পরিস্থিতি সামলাতে হাসপাতালে পৌঁছেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।