Skip to content

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ?

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ। কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার। সাময়িক উত্তেজনা হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় শারীরিক সমস্যা নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় বেলদার নাহাপার এর বাসিন্দা শিখা দাস কে। পরিবারের অভিযোগ, শ্বাসকষ্ট জনিত সমস্যা হলেও তা গুরুত্ব দেয়নি হাসপাতালের চিকিৎসকেরা।

প্রাথমিকভাবে কিছু পরীক্ষা করার পরেই তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। পরিবার বারবার প্রসুতিকে হাসপাতালে ভর্তি রাখার আবেদন জানালেও সেই আবেদনে সারা দেওয়া হয়নি। এরপর গভীর রাতে ফের শারীরিক সমস্যা দেখা দেয় ওই গর্ভবতী মহিলার। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হলে তাকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। সোমবার সকালে মৃত্যু হয় ওই গর্ভবতী মহিলার। পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণেই প্রসবের আগেই মৃত্যু হল ৯ মাসের অন্তঃসত্ত্বা মহিলার। ক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিবারের সদস্যরা। পরিস্থিতি সামলানোর জন্য হাসপাতাল চত্বরে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এখনো পর্যন্ত মৃতার পরিবারের তরফে কোন লিখিত অভিযোগ জানানো হয়নি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য হাসপাতালে।

Latest