Skip to content

শুরু হল মেদিনীপুর এমএলএ কাপ ২০২৫ নক আউট ক্রিকেট প্রতিযোগিতা!

1 min read

নিজস্ব সংবাদদাতা:  ক্রীড়া প্রেমীদের উৎসাহ প্রদানে এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাশালীদের তুলে আনতে আলাদা করে ‘খেলা হবে দিবস’ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। খেলাধূলার অন্যতম তীর্থক্ষেত্রে এবার সেরকমই ক্রীড়া উৎসবের আয়োজন। জেলার প্রতিভাশালী খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত শুরু হলো। সোমবার ২০শে জানুয়ারি মেদিনীপুর বিধায়ক সুজয় হাজরার উদ্যোগে অরবিন্দ স্টেডিয়ামে থেকে শুরু হল তিন দিনের দিবারাত্রী নক আউট ক্রিকেট প্রতিযোগিতা। মেদিনীর শহরের সমস্ত ওয়ার্ডগুলিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা, পরেশ মুর্মু, প্রতিভা মাইতি,খড়্গপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ,প্রদ্যোৎ ঘোষ,চন্দন বসু সহ শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা ও বুথ সভাপতিগণ। সংগীতে মন ভরিয়ে দিলে গায়ক-গীতিকার কেশব দে।

Latest