Skip to content

মেদিনীপুর কলেজ কলিজিয়েট ময়দানে শেষ হলো মেদিনীপুর পৌর কাপ-২০২৫!

1 min read

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার ৬ই ফেব্রুয়ারী মেদিনীপুর কলেজ কলিজিয়েট ময়দানে শেষ হলো মেদিনীপুর পৌর কাপ-২০২৫। তৃতীয় দিন ফাইনাল খেলাতে চ্যাম্পিয়ন হলো মেদিনীপুর পৌরসভার দু'নম্বর ওয়ার্ড। ফাইনাল খেলাতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অজিত মাইতি,মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি,পুরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা। গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার মেদিনীপুর কলেজ কলিজিয়েট ময়দানে শুরু হয়েছিল পৌর কাপ-২০২৫ ক্রিকেট প্রতিযোগিতা। উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গি, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, প্রায় সব কাউন্সিলর এবং বিখ্যাত ক্রিকেটার সুনীল শিকারিয়া। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তথা কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, সৌরভ বসু সহ অন্যান্যরা জানান, এটা মেদিনীপুর শহরের ঐতিহ্য। গত কয়েক বছর ধরে শহরের ২৫টি ওয়ার্ডের ক্রিকেটারদের নিয়ে দল গড়ে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Latest