Skip to content

মেদিনীপুর টাউন মুসলিম কমিটির উদ্যোগে আয়োজিত হলো বিশ্ব নবী দিবস!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : শুক্রবার ৫ই সেপ্টেম্বর, সকাল থেকেই মেদিনীপুর শহর জুড়ে ছড়িয়ে পড়ে বিশ্ব নবী দিবসের আবহ। ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন সকাল থেকেই নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এলাকার বিভিন্ন ক্লাব ও সংগঠন দিনটি উপলক্ষে নানা সামাজিক কর্মসূচির আয়োজন করে।এরই অংশ হিসেবে বিকেলে কেরানিতলায় মেদিনীপুর টাউন মুসলিম কমিটির উদ্যোগে আয়োজিত হয় এক বিশাল বাইক র‍্যালি কর্মসূচি, যা এদিনের মূল আকর্ষণ হয়ে ওঠে।

বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে কেরানিতলা এবং গোটা শহর সাক্ষী থাকল এক ঐতিহাসিক বাইক র‍্যালির।এই বিশেষ র‍্যালির শুভ উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। উদ্বোধনী মুহূর্তে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “এ ধরনের কর্মসূচি ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। শহরের মানুষ শান্তি ও ভ্রাতৃত্বের বার্তায় অনুপ্রাণিত হোক।”এর পরেই শুরু হয় বাইক র‍্যালি। কয়েক হাজার বাইক সারিবদ্ধভাবে বেরিয়ে পড়ে শহরের প্রধান প্রধান রাস্তায়। শহরের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে সাধারণ মানুষ র‍্যালি প্রত্যক্ষ করেন।

টাউন মুসলিম কমিটির পক্ষ থেকে জানানো হয়, এদিন প্রায় ২০ হাজার মানুষ এই কর্মসূচিতে সামিল হন। উপস্থিত মানুষের ঢল দেখে শহরের রাস্তা কার্যত উৎসবমুখর হয়ে ওঠে।র‍্যালিতে অংশ গ্রহণকারীরা ধর্মীয় পতাকা এবং শ্লোগানের মাধ্যমে বিশ্ব নবী দিবসের মাহাত্ম্যকে সবার সামনে তুলে ধরেন। শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তায় মুখর হয়ে ওঠে গোটা মেদিনীপুর শহর।

Latest